বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

হারিয়ে যাবে সব সবেকিয়ানা ?

বুঝতে গিয়ে 'থিম'-এর মানে
দূর্গার রূপ আর না টানে।
পালের ভাগ্যে উল্টো হাওয়া পালে 
'থিম' শিল্পির রমরমা এই কালে।
পুজো মানে শুধু প্যান্ডেল আর আলোর নিশানা  ?
এদের মাঝেই  হারিয়ে যাবে সব সবেকিয়ানা ?
'থিম'ও থাকুক থাকুক দেবীর রূপের কলা
আধুনিকতা তো প্রাচিনেরই পথ ধরে চলা।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?