মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

রামধনু না প্রজাপতি ?



রামধনু না প্রজাপতি ?
                      অ.না.ক. ১৪/১০/২০১৪

বৃষ্টি ঝরা দিনের শেষে চকচকে রোদ
রামধনু ঐ দূর আকাশের প্রান্তে
মাঠ ঘাট সব পেড়িয়ে ছুটছে ছেলেটা
দিগন্তের ওই রামধনু ধরে আনতে ।

সাতটি রঙের ফিতে দিয়ে চুল বেঁধেছে
গায়ে যে তার ভিজে মাটির সোঁদা সুগন্ধি
রোদে রাঙা লাজুক মেয়ের রুপের টানে
ছুটবেই সে, কার সাধ্য করবে তাকে বন্দি ?    

রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে হঠাৎ চোখের সামনে
উড়ে এল রঙিন পাখার বিচিত্র এক প্রজাপতি
সকল রঙের পাত্র যেন উজার করে ঢালা
দিগন্তের ঐ লক্ষ্য ছেড়ে থামল যে তার গতি ।

কার যে বেশি রঙের বাহার রামধনু না প্রজাপতি
এসব নিয়ে মনের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব
পথের খোয়ায় হোঁচট খেয়ে ঘুম ভেঙে যায় তার
এমন সুখের স্বপ্ন ভেঙে কাটল সকল ছন্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?