বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

'বিদায়' বললে তো শেষই হয়ে যায়

'বিদায়' বললে তো শেষই হয়ে যায়
তাই আপত্তি আছে 'বিদায়' বলায়।
বরং'আবার দেখা হবে' বলা ভালো
তাতে নিভবে না মনে প্রত্যাশার আলো।  
কতজন চির-বিদায়ের গর্ভে হয়েছে বিলীন
তাদের স্মৃতির স্মরনিতে আমি হাঁটি প্রতিদিন।
তারা আজও সঙ্গ দেয় আমার অমানিশায় 
বলেছিলাম 'ফের দেখা হবে' বলিনি 'বিদায়' ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?