রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪

একটু হলেও আছে

নেই বলে কি তার নেই কিছুই ?
একটু হলেও আছে ।
হত্যা করে যাকে তুমি মৃত ভাবো
সে অল্প হলেও বাঁচে ।

-                                      -  অ.না.. ২৭/১০/২০১৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?