বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪

হাঁটছি আমি একা সঙ্গীহীন




হাঁটছি আমি একা সঙ্গীহীন

হাঁটছি আমি একা সঙ্গীহীন
আকাশ থেকে মেঘের পরদা সরে না
দিন হারানোর একটুকুও ভয় করে না  
আঁকা বাঁকা খানা খন্দে আলোর খোঁজে  
হাঁটছি শুধু, হাঁটছি আমি একা সঙ্গীহীন ।

তোকে ছাড়া সব গানের সুর
কেমন যেন ছন্দহীন  
আমার পথ জুড়ে আজ রোদের আলো
শুধু তুই বিহীন
হাঁটছি শুধু, হাঁটছি আমি একা সঙ্গীহীন ।

দিনান্তের সব গল্প লোকে   
কোথাও খুঁজে পাই যে তোকে
গঙ্গা ফড়িং তিড়িং বিরিং নাচ দেখালো
ভরল না মন,
তোর আছে যে চাঁদের আলো
সে জ্যোৎস্না ছাড়া লাগবে ভালো ?
না, বিলক্ষণ ।
আমি তুই বিহীন
হাঁটছি শুধু, হাঁটছি আমি একা সঙ্গীহীন ।

অন্দরের এই ভাবনাগুলোর অন্তঃস্থল  
শান্ত ভীষণ, একটুও নেই কোলাহল
দীঘির টলমলে জল, কি বাহার !
তোর রুপের বাজি, ফুলের সাজি
নব যৌবনা,যেতে উন্মনা
রঙিন পাখায়
ডাকছি তুই বিহীন
হাঁটছি শুধু, হাঁটছি আমি একা সঙ্গীহীন ।
-   .না.. ৩১/১০/২০১৪                            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?