বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

নৈ:শব্দে উৎসব



নৈ:শব্দে উৎসব : অ.না.ক. ২৩/১০/২০১৪

নৈ:শব্দে উৎসব আদৌ জমে না
আবার উৎসবে নৈ:শব্দ বেমানান
শব্দ আর
উৎসব পরস্পরের পরিপূরক।
কিন্তু ভগ্ন হৃদয়
উৎসব চায়
আর সাথে চায় শান্ত নৈ:শব্দ
হতে চায় মৌন-মুখর।

বুধবার, ২২ অক্টোবর, ২০১৪

তুমি ধ্রুবতারা হয়ে আছো

তুমি ধ্রুবতারা হয়ে আছো : অ. না. ক. ২২/১০/২০১৪

ঘোর অমাবস্যায় দীপাবলীর রাতে
তুবড়ির আলোর ক্ষনিক ঝর্ণাধারায়
মুহুর্তের জন্য তোমাকে দেখেছিলাম।
সেই শেষ -
তারপর আকাশ প্রদীপ হয়ে গেলাম
টিম টিম করে জলছি
দুরের তারার পানে চেয়ে।
আমি নিশ্চিত জানি
তুমি ধ্রুবতারা হয়ে আছো আকাশে।

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

রামধনু না প্রজাপতি ?



রামধনু না প্রজাপতি ?
                      অ.না.ক. ১৪/১০/২০১৪

বৃষ্টি ঝরা দিনের শেষে চকচকে রোদ
রামধনু ঐ দূর আকাশের প্রান্তে
মাঠ ঘাট সব পেড়িয়ে ছুটছে ছেলেটা
দিগন্তের ওই রামধনু ধরে আনতে ।

সাতটি রঙের ফিতে দিয়ে চুল বেঁধেছে
গায়ে যে তার ভিজে মাটির সোঁদা সুগন্ধি
রোদে রাঙা লাজুক মেয়ের রুপের টানে
ছুটবেই সে, কার সাধ্য করবে তাকে বন্দি ?    

রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে হঠাৎ চোখের সামনে
উড়ে এল রঙিন পাখার বিচিত্র এক প্রজাপতি
সকল রঙের পাত্র যেন উজার করে ঢালা
দিগন্তের ঐ লক্ষ্য ছেড়ে থামল যে তার গতি ।

কার যে বেশি রঙের বাহার রামধনু না প্রজাপতি
এসব নিয়ে মনের মধ্যে চলতে থাকে দ্বন্দ্ব
পথের খোয়ায় হোঁচট খেয়ে ঘুম ভেঙে যায় তার
এমন সুখের স্বপ্ন ভেঙে কাটল সকল ছন্দ ।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০১৪

স্বপ্ন-সন্ধান



       স্বপ্ন-সন্ধান  
এক পশলা বৃষ্টির পর কাক ডাকা বিকেলে
লাজুক-রোদ মাখা আকাশে চোখ দুটি মেলে
চেয়ে থাকি রামধনুর আশায় 
স্বপ্ন দেখব বলে তন্দ্রায় থাকি  চোখ বুঁজে
গভীর ঘুমে আমি স্বপ্নদের পাব না খুঁজে
তন্দ্রায় শুধু স্বপ্নের সন্ধান চাই
সাদা -কালো ঝাপসা ছবির এলবামে
যখন দু'এক ফোটা বৃষ্টির ধারা নামে
দিগন্তে রামধনু স্পষ্ট দেখা যায়
                    -    অ.না.ক. ১০/১০/'১৪

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

'বিদায়' বললে তো শেষই হয়ে যায়

'বিদায়' বললে তো শেষই হয়ে যায়
তাই আপত্তি আছে 'বিদায়' বলায়।
বরং'আবার দেখা হবে' বলা ভালো
তাতে নিভবে না মনে প্রত্যাশার আলো।  
কতজন চির-বিদায়ের গর্ভে হয়েছে বিলীন
তাদের স্মৃতির স্মরনিতে আমি হাঁটি প্রতিদিন।
তারা আজও সঙ্গ দেয় আমার অমানিশায় 
বলেছিলাম 'ফের দেখা হবে' বলিনি 'বিদায়' ।

হারিয়ে যাবে সব সবেকিয়ানা ?

বুঝতে গিয়ে 'থিম'-এর মানে
দূর্গার রূপ আর না টানে।
পালের ভাগ্যে উল্টো হাওয়া পালে 
'থিম' শিল্পির রমরমা এই কালে।
পুজো মানে শুধু প্যান্ডেল আর আলোর নিশানা  ?
এদের মাঝেই  হারিয়ে যাবে সব সবেকিয়ানা ?
'থিম'ও থাকুক থাকুক দেবীর রূপের কলা
আধুনিকতা তো প্রাচিনেরই পথ ধরে চলা।     

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?