বুধবার, ৫ জুলাই, ২০২৩

হাওয়া খেয়েই বাঁচুক প্রাণ

 

হাওয়া খেয়েই বাঁচুক প্রাণ

            অমরনাথ কর্মকার ০৫/০৭/২০২৩

 

বাজার করতে বুক কেঁপে যায়

মাথায় চড়ে ভীষণ রাগ

সবজি কিনতেই ব্যয় হয়ে যায়

মাস মাইনের অর্ধ ভাগ।  

মাছ মাংস বাস্তবে নয়, স্বপ্নে খা্ই ‌

আর অনুষঙ্গ তেলের দাম ?

শুনলে হয় ভিরমি খাবার উপক্রম

বৃথাই পায়ে ফেলছি মাথার ঘাম।

এরচে যদি হাওয়া খেয়েই বাঁচত প্রাণ

প্ররিশ্রম আর লাগত না,

হাওয়ায় ভাসা সমাজসেবি নেতার বুলি

শুনে আশার আলো জাগত না।

শায়েস্তা খাঁ ভাগ্যিস আজ মৃত ইতিহাস

যদি দেখতেন এই মূল্যবৃদ্ধির খেল,

আর আমজনতার করুন বেহাল দশা,

নির্ঘাত তিনি করতেন হার্ট ফেল।     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?