এখানে আমি নেই
অমরনাথ কর্মকার
আমার কবরের পাশে দাঁড়িয়ে কোরোনা অশ্রুপাত,
এখানে আমি আর থাকিনা, ঘুমাইনা দিন রাত ।
আমি দিক-বিদিকের হাজার ছন্দে বাতাস বহমান,
বরফ চুড়ায় চকচক করা হীরকের দ্যুতি অম্লান ।
আমি পাকা ফসলের মাথার ওপরে সূর্যের হাসি,
আমি ভরা বর্ষার মেঘ থেকে ঝরা বৃষ্টি রাশি ।
ভোরবেলা তোমরা যখন আমার ভাঙাও ঘুম,
তখন পড়ে যায় আমার নানান কাজের ধুম ।
আমি শান্ত ডানায় ধীর উড়ানের ছোট্ট পাখি,
রাতের তারায় নরম আলোর উজ্জ্বলতা আঁকি ।
আমার কবরের পাশে দাঁড়িয়ে ফেলনা দীর্ঘশ্বাস,
এখানে আমি নেই, আমাকে মৃত্যুও করেনি গ্রাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন