মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আমি আছি অথবা নেই

 

আমি আছি অথবা নেই

                  অমরনাথ কর্মকার ১৮/০৭/২০২৩

 

তুমি কি ভেবেছ আমি নেই ?

আমিতো আছি  চোখের সামনেই।

তুমি কি আমাকে পাওনি খুঁজে ?

নির্ঘাত তুমি ছিলে চোখ বুঁজে।

চোখ বুঁজে লোকে ঈশ্বর খোঁজে

আমি ঈশ্বর নই সকলেই বোঝে।

আমি থেকেও নেই, না থেকেও আছি,

অস্তিত্ব আমাকে নিয়ে খেলে কানামাছি।

হয়ত আমি দৃশ্যত আছি, বাস্তবে নেই

কিংবা বাস্তবে থেকেও আছি চোখের আড়ালেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?