বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ক্ষমতা যখন....

 ক্ষমতা যখনঃ অমরনাথ কর্মকার   ১৭/১২/২০২০


ক্ষমতা যখন অক্ষম হয়ে ক্ষমা চায় 

 ক্ষমতাহীনের কাছে,

তখন ক্ষমতার ঘায়ে পঙ্গু মানুষও 

মেতে ওঠে উদ্দাম নাচে।

ক্ষমতার বহুমুখী পথে দাঁড়িয়ে যদি

দিকভ্রান্ত ক্ষমতাধারী

বেছে নেয় স্বার্থপরতার চোরা গলি

সেই পথে বিপদ ভারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?