রবিবার, ১৬ জুলাই, ২০১৭

বেঁচে থাকার দাম

বেঁচে থাকার দামঃ অ.না.ক. ১৭/০৭/২০১৭

ঠাণ্ডা ঘরে বিলিতি চায়
রেলের ধারে অবাধ চোলাই
সবার লক্ষ্য মাতা নেশায়।

গোরু ছাগল শুয়োর মোষ
ইচ্ছে মতন খেতে কি দোষ ?
পেটের সঙ্গে হয়না আপোষ।

অন্তরে কেউ রহিম বা রাম
আসল কিন্তু জীবন সংগ্রাম

সবচে বেশি বেঁচে থাকার দাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?