সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

নবমীতে মন খারাপ



                                                           নবমীতে মন খারাপ
পূজোর আনন্দ অবসানের প্রাকমুহূর্তে, নবমী নিশি অতিক্রান্ত না হওয়ার আকুতি জানিয়ে সকলেরই বাসনা উৎসবের আনন্দ আরও একটু স্থায়ী হোক । আজ তাই সবার মন খারাপ । আর আমার তো এমনিতেই মন খারাপ হয়েই আছে ।  মন খারাপ দিয়ে শুরু করেছিলাম ষষ্ঠী থেকে সেই মনখারাপ প্রবহমান নবমীর রাত পর্যন্তও । বাইরে বৃষ্টি, উৎসবের আনন্দে ভাঁটা । আজ বোধ হয় সকলেরই মন খারাপ তাদের মন খারাপের নির্দিষ্ট কারন আছে উৎসবের আনন্দে বৃষ্টির অনুপ্রবেশ আর দেবী দুর্গার অদ্য শেষ রজনীর বিহ্বলতা । ওসবে আমার মন নেই । আমার মন খারাপের কারন হয়ত আছে কিন্তু শত অনুসন্ধানেও তার হদিশ পাচ্ছি না ।আজ নবমী – বাতাসে বিষাদ – সবার মন খারাপ । আমি ছবি তুলতে খুব একটা পছন্দ করি না । বিশেষ ক’রে সেই ছোট্ট বেলা থেকেই নিজেকে ক্যামেরার সামনে দাঁড় করানোর ব্যাপারে আমার ভীষণ আপত্তি ছিল এবং আজও নিজেকে ক্যামেরার সামনে থেকে দূরে রাখার চেষ্টা করি । সবসময় কেন যেন মনে হয় ছবিতে অন্যদের সঙ্গে আমাকে বেমানান লাগবে । তাই চারিদিকে কত দর্শনীয় প্যান্ডেল, প্রতিমা থাকা সত্ত্বেও একটিও ক্যামেরাবন্দি করিনি । আমার ফেসবুকে সাধারণত আমি খুব কমই ছবি আপলোড করি । সবাই জানেন আমার প্রোফাইল পিকচার-এ অনামি অথচ প্রতিভাবান শিল্পীর আঁকা আমার একটা পেন্সিল স্কেচ আছে – ক্যামেরাবন্দি ছবি নেই । মন খারাপের প্রসঙ্গ বলেই ছবির কথাটা তুললাম । ছবি তুললেই আমার মন খারাপ হয়, শুধু ভাবি আজকের ছবিটা ক্রমশ পাল্টাতে শুরু করবে – একসময়  হয়ত কোন মিলই থাকবে না আজকের সঙ্গে । স্মৃতির সরণি বেয়ে অনেকটা এগিয়ে এসে পেছন ফিরে যখন দেখব সেখানে সব অস্তিত্বহীন তখন কষ্ট হবে । আজ একটা ব্যাপারে আমি সবার সঙ্গে এক পঙক্তিতে – সবার মতই আমারও মন খারাপ যদিও আমার মনখারাপের কারন অজ্ঞাত । স্বয়ং দেবী দুর্গার মুখেও নাকি আজ মন খারাপের স্পষ্ট প্রকাশ ।  
আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার উদ্ধৃতি দিয়ে শুরু করে আমার একটা কবিতা দিতে নবমী শেষ করছি -

মন ভালো নেই মন ভালো নেই মন ভালো নেই
কেউ তা বোঝে না সকলি গোপন মুখে ছায়া নেই
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে দিন কেটে যায় আশায় আশায়
আশায় আশায় আশায় আশায় ......

                            







                                                                              অ.না.ক.নবমী,১০ অক্টোবর,২০১৬  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?