শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪

অস্তিত্বহীন তুমি হবেই তালিবান

কত শত মানুষের প্রাণ

সহাস্যে নিয়েছ তালিবান ।

কত নারির, কত শিশুর

কত ঈশ্বর, কত যীশুর

মুণ্ডু নিয়ে করেছ খেলা,  

এখনো খেলছ দু’বেলা ।

কবরের পাশে আরও অনেক কবর

সহাস্যে খুঁড়তে ব্যস্ত আমরা দুপ্রহর ।

নিঃশেষিত সন্ত্রাসের লাশ

শান্তির পাশে করবে বসবাস ।

ছেড়ে অসীম শান্তির বাসস্থান

অস্তিত্বহীন তুমি হবেই তালিবান ।

                                                      - অ,না,ক, ২০/১২/২০১৪


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?