সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

দাদাগিরির গল্প



দাদাগিরির গল্প
প্রায় বছর দশেক কিংবা তারও কিছু আগের একটি ঘটনা ঘটনাটার কথা মনে করলে আজও শরীর শিউরে ওঠে কলেজস্ট্রিটে কিছু বই কিনে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে যখন শিয়ালদা স্টেশনে এলাম তখন অনেক রাত স্টেশন প্রায় জনশূন্য রাতের শেষ ট্রেনটাও পাব কিনা ভাবছি এমন সময় দেখলাম শেষ লক্ষ্মীকান্তপুর লোকাল দাঁড়িয়ে আছে দশ নম্বর প্লাটফর্মে একটি কামরায় একা যেতে সাহসে কুলোচ্ছিল না ট্রেনটি ছাড়তে তখনও মিনিট পনের বাকী তাই কামরা কামরায় উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম যদি কোন সহযাত্রী খুঁজে পাওয়া যায় কোথাও কাউকে না পেয়ে শেষ পর্যন্ত সাহসে ভর করে একটি সহযাত্রীহীন কামরায় উঠে পড়লাম তার পরের ঘটনা মর্মান্তিক কামরায় উঠে ভেতরে যেতেই যে দৃশ্য চোখে পড়ল  তাতে আমার প্রায় সংজ্ঞাহীন হবার উপক্রম দেখলাম কামরার মেঝেতে পড়ে আছে প্রায় সর্বশরীর রক্তে ভেজা এক যুবক মাথার একপাশ থেকে গলগল রে তখনও স্রোতের মত রক্তের ধারা বইছে নিথর হয়ে এই অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে মনে হয়েছিল হয়ত মারা গেছে পরক্ষণেই দেখলাম শরীরটা কেঁপে উঠল সমস্ত ভয় কেটে গিয়ে তখন মনে কেমন যেন সাহস এসে ভর করল একটুও দেরী না করে সোজা চলে গেলাম জি, আর, পি,  থানায় তাঁদের ঘটনাটা জানালাম তারপর আমার অনুরোধে ওঁরা যুবকটিকে তৎক্ষণাৎ নিয়ে গেল পাশের হাসপাতালে আমিও গেলাম সাথে  সঙ্গে সঙ্গে ভর্তিও করানো   সেদিন আমার বাড়ি ফেরা হয়নি রাতে চলে গিয়েছিলাম বউবাজারে মামার বাড়ি পরদিন বাড়ি ফেরার সময়ে জি, আর, পি, থানায় খবর নিয়ে জেনেছিলাম সে এযাত্রা বেঁচে গেছে তার বাড়ির লোকেরা ইতিমধ্যে খবরও পেয়ে গেছে আরও জেনেছিলাম, পোস্টে ধাক্কা খেয়েই তার অবস্থা হয়েছিল থানার বড়বাবু আমায় সেদিন অনেক ধন্যবাদ দিয়েছিলেন ঠিক সময়ে খবর দিয়ে যুবকটিকে বাঁচানোর জন্য আর আমি দিয়েছিলাম ঈশ্বরকে ধন্যবাদ অজস্র ধন্যবাদ -  বিপদের সময়ে আমাকে অসীম সাহস যোগানোর জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?