শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

ভবিষ্যতের ভূত



ভবিষ্যতের ভূত : আ.না.ক. ১৮/১০/২০১৩

রাত্রি নিঝুম            তবুও এখন
          পাইনা ভূতের ভয়
ভূতের আড্ডা        থাকবে কেন ?
          চারদিক যে আলোকময়

ছোট বেলায়           রাত্রি হলেই
          গা ছমছম, রাম নাম
শাকচুন্নি,মামদো     দেখার ভয়ে
          মায়ের কোলে মুখ লুকোতাম

তবে কি এখন        ভূতরা উধাও ?
          প্রশ্ন জাগে মনের মাঝে
নিশ্চয়ই নয়                    আছে অন্য নামে
          মিশে আছে এই সমাজে

ভূততো আছেই      থাকবেও তারা
          এই তো ভূতের ভবিষ্যৎ
মারতে হলে           ভবিষ্যতের ভূত
          মন্ত্র শেখাই একমাত্র পথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?