শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

পুজোয় মনখারাপ ; অমরনাথ কর্মকার, সপ্তমী, ১১/১০/২০১৩

পুজোয় মনখারাপ ; অমরনাথ কর্মকার, সপ্তমী, ১১/১০/২০১৩ পূজোয় মন খারাপ না বলে আজ একটু ঘুরিয়ে বলি বরং – মন খারাপের পুজো । সপ্তমীতে উৎসবের মেজাজ সপ্তমেই ছিল । দুদিন আগেই আকাশের গোমরা মুখে হাসির ঝিলিক দেখে পুজোর আনন্দ মাটি হওয়ার শঙ্কা কাটিয়ে উৎসবমুখরতা প্রকট হতে শুরু করেছিল । জীবনের উৎসব থেকে উৎসবের জীবন একটু অন্য মাত্রা পাক এই আশায় প্যান্ডেলে প্যান্ডেলে যখন জনস্রোত, আলোয় আলোয় উদ্ভাসিত চারদিক – হঠাৎই সপ্তমীতে শোনা গেল আবহাওয়া দপ্তরের অশনি সংকেত – ওড়িশা আর অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ‘ফাইলিন’ নামের এক দানবীয় ঝড় যার প্রভাবে নাকি বঙ্গেও হবে বৃষ্টিপাত । সুতরাং এবার শুধু আমার নয় – সমস্ত বাঙ্গালীর মন খারাপ । আবার পুজোর আনন্দে মাতা ক্রিকেটপ্রেমী বাঙ্গালীর হৃদস্পন্দনে দেখা দিয়েছে অস্বাভাবিকতা – ইতিমধ্যেই তাদের কানে পৌঁছে গেছে বিসর্জনের বাদ্যি – ক্রিকেট জীবন থেকে ক্রিকেটের ভগবান সচিনের অবসর । অবশ্য এতে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হলেও সামগ্রিকতায় তার প্রভাব পড়ার কথা নয় । এতক্ষণ তো অন্য সবার মনখারাপের কথা বললাম । ঝড় ঝঞ্ঝা, সচিন এসব নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই । তবুও আমার মন খারাপ । কেন জানিনা । পুজো এলেই আমার মন খারাপ হয় – প্রতি বছর একই ভাবে । আজ সপ্তমীতে স্ত্রী-পুত্রের সঙ্গে বেরিয়েছিলাম স্থানীয় প্যান্ডেলে ঠাকুর দেখতে । জনারন্যে পথ চলতে বেশ ভালই লাগছিল । বিভিন্ন প্যান্ডেলে ফুটিয়ে তোলা নিত্য নতুন বিষয় ভাবনায় মন ও চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছিল । সেইসাথে আলোর বাহার, প্রতিমার বৈচিত্র্য আর কারুকাজ দেখে মোহিত হয়ে যাচ্ছিলাম । হোটেলে রাতের খাবার খেয়ে এই মাত্র বাড়ি ফিরলাম । মনে এখনও লেগে আছে একটু আগে দেখে আসা শিল্প শৈলীর নৈপুণ্য । মাঝে মাঝে ভাবছি, আর তো মাত্র দু-তিন দিন । তারপর এত পরিশ্রমের সমস্ত শিল্প উধাও হয়ে যাবে । পরের বছর আবার নতুন নতুন বিষয় ভাবনা নিয়ে হাজির হবে দুর্গাপুজো । এতে তো মন খারাপ হবার কথা নয় । এটাই তো সনাতন রীতি । কিন্তু তবুও মন খারাপ । ক্রাইষ্ট চার্চ স্কুলের ছোট্ট মেয়েটির মর্মান্তিক মৃত্যুর পর তার বাবা-মা-ঠাকুরদা পুজোতে কী ভাবে দিন কাটাচ্ছেন, ক্যান্সার আক্রান্ত ছোট্ট শিশুটি পুজোর আনন্দে সামিল হওয়ার জন্য হাসপাতালের বাইরে আসার জন্য কীভাবে ছটফট করছে এ সব টেলিভিশনের পর্দায় দেখেও দুঃখ পাইনি একটুও । অথচ কেন জানিনা মন খারাপ – ভীষন মন খারাপ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?