বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

সন্তানের নামকরণ

নবজাতকের নামে অভিনবত্ব আনার ব্যাপারে আজকাল কমবেশি সকলেই বেশ সচেতন । বিশেষত শহুরে অভিভাকদের মধ্যে সন্তানের নামকরণে ব্যতিক্রম এবং আকর্ষণ আনার মরিয়া চেষ্টা । কখনো গল্প উপন্যাসের চরিত্র, কখনো রামায়ন-মহাভারতের প্রায় অপরিচিত অথচ অভিনব নাম খুঁজে সন্তানের নামে বৈচিত্র আনার প্রতিযোগিতা চলে শহরাঞ্চলে । এখন তো সন্তান জন্মালেই ইন্টারনেটে নতুন নতুন নাম খোঁজার ধুম পড়ে যায় । সত্যি বলতে কি, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আসলে নিজেদের রুচি, সংস্কৃতি এসব জাহির করার চেষ্টা মাত্র । আরে বাবা, রাম, শ্যাম, সুনীল, কমল এসব নাম রাখলে কি সন্তান বড় হবে না, নাকি এসব নাম বংশের মর্যাদা রক্ষায় অক্ষম । জানি নামে কিছু আসে যায় না, তবুও নাম নিয়ে নাচানাচি । গ্রামের লোকের মধ্যে এই প্রবনতা এখনও কম । লুচিমনি, ক্ষান্তমনি, রাম, শ্যাম, যা হোক একটা রাখলেই হ'ল । গ্রামের লোক বার তিথি নক্ষত্র এসব মাথায় রাখেন নামকরণের সঙ্গে । যে কারনে বৃহস্পতি, পূর্ণিমা রবি এই ধরনের নামই সেখানে বেশি শোনা যায় । অবশ্য পৌরাণিক চরিত্র যেমন যুধিষ্ঠির, অর্জুন, লক্ষণ, লক্ষ্মী এই নামগুলো গ্রামের মানুষের মধ্যে অতীব সাধারণ । দারিদ্র আর পরিশ্রমের সঙ্গে যাদের প্রাত্যহিক সংগ্রাম, তাদের সময় বা মানসিকতা কোথায় অভিধান ঘেঁটে সন্তানের নামকরণ করার ? তাই বলে এই নয় যে গ্রামের মানুষের মধ্যে সন্তানের সুন্দর নামকরণ করার মত কেউই নেই । আছে, এবং এমন মানুষও আছে যাদের কাছে শহরের মানুষকেও হার মানতে হবে । আজ অফিসে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে এতগুলো কথা লিখলাম । আমার অফিস দঃ ২৪ পরগণার প্রত্যন্ত গ্রামবেষ্টিত অঞ্চলে । অফিসে গ্রামের স্বল্প শিক্ষিত বা নিরক্ষর দিন-আনা-দিন-খাওয়া অনেক মানুষের দরখাস্ত জমা পড়ে বিভিন্ন সরকারী সাহায্যের আবেদন জানিয়ে । স্বভাবতই আবেদনকারীদের বহুশ্রুত নামেও থাকে গ্রাম্য প্রকাশ । কিন্তু আজ এক আবেদনকারীর নাম দেখে রীতিমত বিষ্মিতই হলাম । প্রথমে ভেবেছিলাম গতানুগতিক বানান ভুল । একটু খুঁটিয়ে দেখে থমকে গেলাম । ইন্টারনেট সার্চ করে দেখলাম ভুল তো নয়ই, নামটি সঠিক, দারুন অর্থবহ এবং আমার কাছে অশ্রুতপূর্ব । আবেদনকারীর নাম ষড়শীতি যার অর্থ ছিয়াশিতম । জানিনা ছিয়াশি সালে জন্ম বলেই এই নামকরণ কিনা । তবে কারন যাই হোক, নামকরণটি যার করা তিনি যে নামকরণের ব্যাপারে তথাকথিত আধুনিক শিক্ষিত রুচিশীল শহরবাসীদের অতি সহজেই টেক্কা দিতে পারেন তা বলাই বাহুল্য ।

সোমবার, ১৮ জুলাই, ২০১৬

অস্ত্র



নাই বা কাটুক ধারে
অস্ত্র যদি ভারি হয়
কাটতে পারে ভারে ।
যে অস্ত্র ধারবিহীন
ওজনেও খুব হাল্কা
সেটা কি তবে মূল্যহীন ?
না, তা কখনই নয়
অস্ত্রআঘাত হানবে না
তা কখনো হয় ?

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬


ছেলেটার প্রশ্নঃ



ছেলেটার প্রশ্নঃ .না.. ০১/০৭/২০১৬

পড়াশোনায় সে তুখর ছেলে,
খেলাধুলাতেও যায় না কম
এমন ছেলে লাখে একটা মেলে,
সবকিছুতেই পারফেক্ট একদম
ছেলের গর্বে বাবার ভরে বুক,
মায়ের কাছে ছেলে খাঁটি সোনা,
পাড়ার লোকে গুনে পঞ্চমুখ,
এমন ছেলে মেলে হাতে গোনা
ইতিমধ্যে সন্তান-সম্ভবা হল মা তার,   
ছেলেটার মনে প্রশ্ন জাগে দিনভর,
আমি যদি নিই স্বপ্ন পূরণের ভার,  
তবে মা কেন আনছে নতুন সহোদর ?  

সোমবার, ২৭ জুন, ২০১৬

রাত্রি হলেই

রাত্রি হলেই অপলকে তাকিয়ে থাকি

আকাশ পানে, পড়ে না চোখের তারা,

আবছা আলোর নরম ছোঁয়ায় মাতি

চিনিনা কোনটা অরুন্ধতি, কে যে শুকতারা ।

আকাশে মেঘ দেখলেই ইচ্ছে করে ভিজতে

শীতল-স্নানের প্রতিক্ষাতে দৃষ্টি ঊর্ধপানে

কেবল বৃষ্টি ধরায় স্নিগ্ধ স্নানের প্রত্যাশা

কোন মেঘেতে বৃষ্টি হয়, খুঁজি না তার মানে ।

                                                                         অ না ক ২৭/০৬/২০১৬

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

তোমার উষ্ণতা

তোমার উষ্ণতাকে ফেলেছি ভীষণ ভালোবেসে ।
কিন্তু যখন সে এল উগ্র গম্ভীর কালো বেশে,
তোমার শরীর হ'ল শীতল, সিক্ত
তোমার উষ্ণতা হারিয়ে আজকে আমি রিক্ত ।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভুলে ভরা জীবন

ভুলে ভরা জীবন
তাই ভুল করে তোমাকেও গেছি ভুলে ।
ভুলের স্তূপে ছেয়ে আছে চারপাশ,
তাই আমার মনে শুধু ভ্রান্তিবিলাস ।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?