সোমবার, ২৭ জুন, ২০১৬

রাত্রি হলেই

রাত্রি হলেই অপলকে তাকিয়ে থাকি

আকাশ পানে, পড়ে না চোখের তারা,

আবছা আলোর নরম ছোঁয়ায় মাতি

চিনিনা কোনটা অরুন্ধতি, কে যে শুকতারা ।

আকাশে মেঘ দেখলেই ইচ্ছে করে ভিজতে

শীতল-স্নানের প্রতিক্ষাতে দৃষ্টি ঊর্ধপানে

কেবল বৃষ্টি ধরায় স্নিগ্ধ স্নানের প্রত্যাশা

কোন মেঘেতে বৃষ্টি হয়, খুঁজি না তার মানে ।

                                                                         অ না ক ২৭/০৬/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?