বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

তোমার উষ্ণতা

তোমার উষ্ণতাকে ফেলেছি ভীষণ ভালোবেসে ।
কিন্তু যখন সে এল উগ্র গম্ভীর কালো বেশে,
তোমার শরীর হ'ল শীতল, সিক্ত
তোমার উষ্ণতা হারিয়ে আজকে আমি রিক্ত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?