বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

ছেলেটার প্রশ্নঃ



ছেলেটার প্রশ্নঃ .না.. ০১/০৭/২০১৬

পড়াশোনায় সে তুখর ছেলে,
খেলাধুলাতেও যায় না কম
এমন ছেলে লাখে একটা মেলে,
সবকিছুতেই পারফেক্ট একদম
ছেলের গর্বে বাবার ভরে বুক,
মায়ের কাছে ছেলে খাঁটি সোনা,
পাড়ার লোকে গুনে পঞ্চমুখ,
এমন ছেলে মেলে হাতে গোনা
ইতিমধ্যে সন্তান-সম্ভবা হল মা তার,   
ছেলেটার মনে প্রশ্ন জাগে দিনভর,
আমি যদি নিই স্বপ্ন পূরণের ভার,  
তবে মা কেন আনছে নতুন সহোদর ?  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?