আমরা দেখছি সর্বনাশঃ অ.না.ক. ১০/০৯/'১৮
একটা দুটো ব্রিজ ভাঙলেই
আমরা দেখছি সর্বনাশ,
অথচ প্রতিদিনই মাথার ওপর
পড়ছে ভেঙে আকাশ।
একটা দুটো ব্রিজ ভাঙলেই
আমরা দেখছি সর্বনাশ,
অথচ প্রতিদিনই মাথার ওপর
পড়ছে ভেঙে আকাশ।
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?