আমার আকাশ: অ.না.ক. ১৫/০৭/'১৮
আকাশ আমার মেঘলা এখন
ইচ্ছে করছে একাই থাকি
হিসেব কষি খেরো খাতায়
নিজের কাছে নিজের ঋণের কত বাকি।
আকাশ জুড়ে মেঘ জমলে
ঝড়ের আভাস শঙ্কা আনে
কখন যেন ঝ'রে পড়ে
আমার গাছের হলুদ পাতা ঝড়ের টানে!
এখন আমার আকাশ জুড়ে
কালো মেঘের আস্তরন
মেঘ কাটলে উঠবে রোদ
এসব স্বপ্ন আর দেখেনা মন।
আকাশ আমার মেঘলা এখন
আমার পাশে কেউ রবে না
একা থাকার কি যে স্বাদ
এ স্বাদের আদৌ কোন ভাগ হবে না।
আকাশ আমার মেঘলা এখন
ইচ্ছে করছে একাই থাকি
হিসেব কষি খেরো খাতায়
নিজের কাছে নিজের ঋণের কত বাকি।
আকাশ জুড়ে মেঘ জমলে
ঝড়ের আভাস শঙ্কা আনে
কখন যেন ঝ'রে পড়ে
আমার গাছের হলুদ পাতা ঝড়ের টানে!
এখন আমার আকাশ জুড়ে
কালো মেঘের আস্তরন
মেঘ কাটলে উঠবে রোদ
এসব স্বপ্ন আর দেখেনা মন।
আকাশ আমার মেঘলা এখন
আমার পাশে কেউ রবে না
একা থাকার কি যে স্বাদ
এ স্বাদের আদৌ কোন ভাগ হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন