বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়ের কোমলতা



হৃদয়ের কোমলতা

যখন আমার হৃদয়ের কোমলতা
মানসিক প্রখরতাকে ভেদ করে
তখন আমি পৌঁছে যায় আত্মার শান্তির কাছাকাছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?