বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

হৃদয়ের কোমলতা



হৃদয়ের কোমলতা

যখন আমার হৃদয়ের কোমলতা
মানসিক প্রখরতাকে ভেদ করে
তখন আমি পৌঁছে যায় আত্মার শান্তির কাছাকাছি।

বস্তবতা



বাস্তবতাঃ অ.না..  ০৬/০৯/২০১৮ 

বাস্তবতা বড্ড আবছা অন্ধকার
তবু আমি দেখি এতে আলোর বাহার।

বাস্তবতা বড্ড নেতিবাচক ও মন্দ
তবু আমি পাই এতে ভালত্বের গন্ধ ।

বাস্তবতা ভরা প্রতারণা আর প্রবঞ্চনায়
তবু আমি দেখি একে সম্পৃক্ত সততায়।

বাস্তবতা বড্ড কুৎসিত ও কদাকার
এরই মাঝে সৌন্দর্য মিলেমিশে একাকার।

বাস্তবতা হয়ত পাল্টাবে ক্রমশ সময় গেলে
এসো বাস্তবতা দেখি সমবেত দৃষ্টি মেলে।


বাস্তবতাঃ অ.না..  ০৬/০৯/২০১৮ 

বাস্তবতা বড্ড আবছা অন্ধকার
তবু আমি দেখি এতে আলোর বাহার।

বাস্তবতা বড্ড নেতিবাচক ও মন্দ
তবু আমি পাই এতে ভালত্বের গন্ধ ।

বাস্তবতা ভরা প্রতারণা আর প্রবঞ্চনায়
তবু আমি দেখি একে সম্পৃক্ত সততায়।

বাস্তবতা বড্ড কুৎসিত ও কদাকার
এরই মাঝে সৌন্দর্য মিলেমিশে একাকার।

বাস্তবতা হয়ত পাল্টাবে ক্রমশ সময় গেলে
এসো বাস্তবতা দেখি সমবেত দৃষ্টি মেলে।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

পাতাগুলো ঠোঁটে ঠোঁট চেপে থাকে গ্রীষ্মের চোখে জল

আগুনের তাপে পাতাগুলো
ঠোঁটে ঠোঁট চেপে থাকে
গ্রীষ্মের চোখে জল
দেখে শূন্য ফুলদানিটাকে।

 অ.না.ক. ২৯/০৮/'১৮



রবিবার, ১৫ জুলাই, ২০১৮

আমার আকাশ

আমার আকাশ: অ.না.ক. ১৫/০৭/'১৮

আকাশ আমার মেঘলা এখন
ইচ্ছে করছে একাই থাকি
হিসেব কষি খেরো খাতায়
নিজের কাছে নিজের ঋণের কত বাকি।

আকাশ জুড়ে মেঘ জমলে
ঝড়ের আভাস শঙ্কা আনে
কখন যেন ঝ'রে পড়ে
আমার গাছের হলুদ পাতা ঝড়ের টানে!

এখন আমার আকাশ জুড়ে
কালো মেঘের আস্তরন
মেঘ কাটলে উঠবে রোদ
এসব স্বপ্ন আর দেখেনা মন।

আকাশ আমার মেঘলা এখন
আমার পাশে কেউ রবে না
একা থাকার কি যে স্বাদ
এ স্বাদের আদৌ কোন ভাগ হবে না।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?