সোমবার, ১৮ জুলাই, ২০১৬

অস্ত্র



নাই বা কাটুক ধারে
অস্ত্র যদি ভারি হয়
কাটতে পারে ভারে ।
যে অস্ত্র ধারবিহীন
ওজনেও খুব হাল্কা
সেটা কি তবে মূল্যহীন ?
না, তা কখনই নয়
অস্ত্রআঘাত হানবে না
তা কখনো হয় ?

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬


ছেলেটার প্রশ্নঃ



ছেলেটার প্রশ্নঃ .না.. ০১/০৭/২০১৬

পড়াশোনায় সে তুখর ছেলে,
খেলাধুলাতেও যায় না কম
এমন ছেলে লাখে একটা মেলে,
সবকিছুতেই পারফেক্ট একদম
ছেলের গর্বে বাবার ভরে বুক,
মায়ের কাছে ছেলে খাঁটি সোনা,
পাড়ার লোকে গুনে পঞ্চমুখ,
এমন ছেলে মেলে হাতে গোনা
ইতিমধ্যে সন্তান-সম্ভবা হল মা তার,   
ছেলেটার মনে প্রশ্ন জাগে দিনভর,
আমি যদি নিই স্বপ্ন পূরণের ভার,  
তবে মা কেন আনছে নতুন সহোদর ?  

সোমবার, ২৭ জুন, ২০১৬

রাত্রি হলেই

রাত্রি হলেই অপলকে তাকিয়ে থাকি

আকাশ পানে, পড়ে না চোখের তারা,

আবছা আলোর নরম ছোঁয়ায় মাতি

চিনিনা কোনটা অরুন্ধতি, কে যে শুকতারা ।

আকাশে মেঘ দেখলেই ইচ্ছে করে ভিজতে

শীতল-স্নানের প্রতিক্ষাতে দৃষ্টি ঊর্ধপানে

কেবল বৃষ্টি ধরায় স্নিগ্ধ স্নানের প্রত্যাশা

কোন মেঘেতে বৃষ্টি হয়, খুঁজি না তার মানে ।

                                                                         অ না ক ২৭/০৬/২০১৬

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

তোমার উষ্ণতা

তোমার উষ্ণতাকে ফেলেছি ভীষণ ভালোবেসে ।
কিন্তু যখন সে এল উগ্র গম্ভীর কালো বেশে,
তোমার শরীর হ'ল শীতল, সিক্ত
তোমার উষ্ণতা হারিয়ে আজকে আমি রিক্ত ।

মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভুলে ভরা জীবন

ভুলে ভরা জীবন
তাই ভুল করে তোমাকেও গেছি ভুলে ।
ভুলের স্তূপে ছেয়ে আছে চারপাশ,
তাই আমার মনে শুধু ভ্রান্তিবিলাস ।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?