ঊমার অসুর
নিধনঃ অ.না.ক. ২৩/১০/১৫
শিব রয়েছেন অনলাইনে
ল্যাপটপটা সামনে নিয়ে,
নজর রাখছেন রাত্রি দিনে
ঊমা করছেটা কি মর্ত্যে গিয়ে ?
হোয়াটসঅ্যাপে দেয় কার্ত্তিক
সারাদিনের আপডেট,
‘বাবা, অবস্থাটা খুব প্যাথিটিক,
এখানে বড্ড স্লো নেট’।
দুঃখ ক’রে গণেশ পাঠায়
একটা লম্বা এস এম এস,
‘বাবা, এখানে কেউ মানুষ নাই,
নেতারাই সব করল শেষ’ ।
এসব দেখে অগ্নিশর্মা হর
ফোনে ধরেন পার্বতীকে,
‘এক্ষুনি সব অসুর নিধন কর
বাদ রাখ শুধু মানুষ ক’টিকে’।
ঠক বাছতে গাঁ উজার
দেবী পড়েন মহা মুশকিলে
মানুষ বাছতে দিন গুনজার
এদিকে শিবের ভয়ে চমকায় পিলে ।
এমন সময় মর্ত্য থেকে কৈলাসে
শিবের কাছে ফোন কল,
‘জনগণ আছে আমাদের পাশে,
বাড়াবাড়িতে হবে না ভালো ফল’।
তড়িঘড়ি আপডেট দেয় ফেসবুকে
মহাদেব হয়ে থরহরি কম্পমান,
‘তীর মেরো না অসুরের বুকে
অন্তরদ্বন্দ্বই ওদের মৃত্যুর ফরমান’ ।