বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

বিজয়া দশমী চাইনা



বিজয়া দশমী চাইনাঃ .না.. বিজয়া দশমী ২২/১০/১৫
মর্তে এসে মাগো তুমি করলে নিধন অসুর
কিন্তু সত্যি তুমি করেছ কি মৃত্যু নিশ্চিত তার ?  
তুমি ‘অভয়া’ তবুও ভয়ে ভয়ে থাকি সব্বাই  
তুমি কৈলাসে গেলেই ওরা বেঁচে ওঠে আবার !
তুমি প্রতি বছর আসো আর যাও নিয়মিত, 
‘অসুরদলনী’ তুমি পূজিত কত খ্যাতি নিয়ে,   
কিন্তু তবু দিনে দিনে বাড়ছে অসুর সংখ্যা  
এভাবে চললে ‘নির্ভয়া’ বাড়বেই পাল্লা দিয়ে ।     
মাগো তুমি চিরটাকাল এখানেই থেকে যাও,   
বরং তোমার ভোলা মহেশ্বরকে আন ডেকে,  
যদি তিনি করতে পারেন সব অসুর নাশ !  
‘বিজয়া দশমী’ তাই আর চাইনা মন থেকে ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?