বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

আশার আলো

অপেক্ষায় অপেক্ষায়
দিন চলে যায়।
যখন সঙ্গী হয়
নির্জনতা আর নিস্তব্ধতা
পশ্চিমের সূর্যাস্ত একমাত্র আশা।

আশার আলো
যখন খুব কাছে
অন্ধকার ছায়া ফেলে,
তখন মনে হয়
ঘটেছে বুঝি
আশার সূর্যোদয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?