দশমীতে মন খারাপ – অমরনাথ কর্মকার ০৫/১০/২০২২
এই ক’দিন, মানে দশমীর বিকেল পর্যন্ত, বাঙালীর জীবন দেখা গেছে ক্লোজ-আপ শটে। আর ক্লোজ-আপ শটে জীবন ধরা পড়ে কমেডিতে। চার্লি চ্যাপলিন (সম্ভবত) জীবনকে এভাবেই দেখতেন। চলচ্চিত্রে তাঁকে দেখা যেত কমেডিয়ানের চরিত্রে। কমেডিয়ান বলতে, সর্বক্ষণ আনন্দ-উচ্ছ্বল, মানুষকে অনাবিল আনন্দ দেওয়ার হাসি-খুশি এক চরিত্র। কিন্তু লং শটে তাঁর জীবন-যন্ত্রণার ছবি আমাদের চোখে ধরা পড়ে না । হ্যাঁ, এই দুর্গোৎসবে মানুষকে ক্লোজ-আপে দেখে একটুও মনে হয়নি এঁদের নানান সমস্যা আছে, অর্থাভাব আছে, বঞ্চনা আছে, সামাজিক অধঃপতনের কারনে ক্ষোভ আছে। আজ আমার মন খারাপ তুলনামূলকভাবে অনেক কম। কারন মাত্র পাঁচ দিনের ছন্দ পতন থেকে বেরিয়ে আবার ছন্দে ফিরব, যে ছন্দে রয়েছে জীবন সংগ্রাম, বাঁচার লড়াই। দুর্গা কৈলাসে ফিরলেন আজ। মর্তের দুর্গতি শুধুই পর্যবেক্ষণ ক’রে গেলেন, নাকি এই দুর্গতি নাশের জন্য কোন ব্যবস্থা নেবেন ? দেবী কৈলাসে ফিরলেন কি না তা কারোর চোখে ধরা পড়েছে কি না জানা নেই, তবে নদীতে বা গঙ্গাবক্ষে প্রতিমার বিসর্জন হ’ল। এও এক প্রতীক - সমস্ত জড়তাকে সমাজ থেকে বিতাড়িত করা, অশুভের বিসর্জন । আজ বিসর্জনকে কেন্দ্র ক’রে বেশ কতকগুলো দুর্ঘটনা আর মর্মান্তিক মৃত্যুর খবর মিলেছে। মনটা খারাপ লাগছে এই কারনে । তবে এ ক’দিন টিভিতে রাজনৈতিক কচকচানি বন্ধ ছিল। সেখানে রাজনৈতিক সম্প্রীতির চেহারাটা মনকে আনন্দ দিয়েছে। কাল থেকে আবার শুরু হয়ে যাবে বিচিত্র খবরের প্রচার যার বেশিরভাগটা জুড়েই থাকবে দুর্নীতি, আইন-আদালত এই সব।
সামাজিক সুস্থতা ফিরে আসুক। রাজনীতি জরুরী। কিন্তু সে রাজনীতি হোক সমাজের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। রাজনীতি যেন হয় দুর্গারূপী।
আজ এই পর্যন্তই। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। শুভ রাত্রি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন