রবিবার, ১ মে, ২০২২

অঙ্কুরিত মৃত্যুর লাশ

 অঙ্কুরিত মৃত্যুর লাশ

            - অমরনাথ কর্মকার ০১/০৫/২০২২


জন্ম আগে, মৃত্যু তো তার অনেক পরে

জন্ম জীবনে তাই অধিক মূল্য ধরে।

লাভ কি ফেলে মৃত্যুর ভয়ে দীর্ঘশ্বাস? 

বরং ছাঁট অঙ্কুরিত মৃত্যুর লাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?