কন্যাশ্রীর গানঃ অমরনাথ কর্মকার
ও কন্যা
সুকন্যা
তোমার হাতের তালুতে দেখছ পৃথিবী
তুমি সব পেয়েছ তাই মায়ের গর্ব হয়
আজ সব কাজে পাই তোমার পরিচয়।
ও কন্যা এসো পথ হাঁটো
জনসমুদ্রে সাঁতার কাটো
আজ তুমি পাড়ি দিতে পার মহাকাশে
তুমি মেরিকম হতে পার অনায়াসে।
ও কন্যা
সুকন্যা
ও কন্যা এসো পথ হাঁটো
জনসমুদ্রে সাঁতার কাটো
জানি তোমার যন্ত্রনা আছে
ক্ষোভ আছে সমাজের কাছে
সব প্রতিরোধ ভেঙে আজ তুমি অনন্যা
ও কন্যা
সুকন্যা
ও কন্যা নির্ভয়ে পথ হাঁটো
জনসমুদ্রে সাঁতার কাটো
উন্নয়নের হাওয়া লেগেছে তোমার পালে
তাই পুরুষের সাথে চলছ সমান তালে
জ্ঞানের আকাশ তোমার জন্য খোলা
সেই আকাশে তোমার মুক্তি, সকল দুঃখ ভোলা।
তোমার শক্তি আজ বাঁধভাঙা বন্যা
ও কন্যা
সুকন্যা
বীরাঙ্গনার সাহস নিয়ে
চল এগিয়ে, চল এগিয়ে।
ও কন্যা
সুকন্যা
ও কন্যা
সুকন্যা
ও কন্যা
সুকন্যা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন