শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

বিষন্ন বিকেলে মন ভালো নেই

বিষন্ন বিকেলে মন ভালো নেই

......  অমরনাথ কর্মকার ২৫/০৯/২০২০


মন ভালো নেই আজ বিষন্ন বিকেলে

সকালেও সূর্য হেসেছে সাদা দাঁত মেলে।

বিকেলে চায়ের রঙটাও কেমন বেমানান

স্বাদু টোস্ট বিস্কুটও মনে হয় যেন নিষ্প্রাণ।

দুপুরে আকাশ সাজল কালো রং দিয়ে,

বিকেলে নিভল আলো বৃষ্টি এল ঝমঝমিয়ে।

এএক আহত সময়, চায়ের কাপে ঠোঁট নেই

মোবাইলের সামাজিক মাধ্যমে ছবি আপলোড নেই

দূরান্তে তোমার বায়বীয় অবয়ব দৃষ্টিতে ভাসে

অস্তিত্বহীন, তবু সশরীরে এই বুঝি কাছে আসে।

এখন মন ভালো নেই, ডুবে আছি গভীর মৌনতায় 

কিছু নেই, তবু যেন সব আছে, ভালো নেই মনটাই।

মনের কোনে আসন পেতেছে অতিকায় অবয়ব,

বুকের বাঁপাশে জমাট বেঁধেছে স্নেহ,মায়া সব।

চুমুকহীন ধুমায়িত চা ক্রমশ শীতল হয়ে যায়,

মনে কোন চাপ নেই, হৃদয় চঞ্চল নয় উষ্ণতায়।

মনে হয় সবই আছে স্বাভাবিক, একদম ঠিকঠাক,

তবু মন ভালো নেই, শুধু ভাবি এই বুঝি দিল ডাক।

বৃষ্টিস্নাত বিষন্ন বিকেলে বিদ্যাধরীর দিকচক্রবালে

রংধনুটা হারিয়ে গেছে, তবু ভাবি হাতের নাগালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?