রবিবার, ৮ মার্চ, ২০২০

অমলকান্তি রোদ্দুর হতে চায় ?

রবীন্দ্রভারতি বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র ক'রে আমার কবিতা

অমলকান্তি রোদ্দুর হতে চায় ?
অমরনাথ কর্মকার ০৮/০৩/২০২০


একদল অমলকান্তি রোদ্দুর হতে চায়
সেই তীব্র রোদ, যার তাপের জ্বালায় 
শেষমেশ সেই দহনে সে হয় আত্মঘাতী
আর চার পাশ পুড়ে খাক হয় রাতারাতি।
মাথার ওপর মুচকি হেসে বলেন রবি কর
‘আমার রোদে প্রাণদায়ী তাপ, আলো মনোহর,
যে রোদে তুই মরলি পুড়ে সে তোর অপমান
আমার রোদে বেঁচে থাকে হাজার কোটি প্রাণ ‘।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?