রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

তোমাকে আমি সঠিক চিনেছি

তোমাকে আমি সঠিক চিনেছি

বলেছিলে তুমি,"আমি আসছি অবশ্যই"।
পথ চেয়ে চেয়ে দিন গেল তবু এলে কই?
এখন বলছ "হবে না আমার আসা"।
তাই বাড়ছে ল্রমশ সাক্ষাতের প্রত্যাশা।
তোমাকে আমি সঠিক চিনেছি নিশ্চয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?