মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

তোমাকে ভালোবেসেও কাছে রাখিনি

তোমাকে ভালোবেসেও কাছে রাখিনিঃ অ.না.ক. ০৯/১১/২০১৬

পরিত্যক্ত কাগজের মতো
তুমি উড়ে বেড়াতে এতদিন ।
ভাগ্যিস তোমাকে পাগলের মত
ভালোবেসেও কাছে রাখিনি !
নইলে এক বিছানায় তোমার সাথে
রাত কাটিয়ে ঘুমনোই দায় হ’ত আমার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?