শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

সমস্যা জিইয়ে রাখার চেষ্টাঃ অ,না,ক, ২৭/০৮/২০১৬

মুর্শিদাবাদ হাসপাতালে আগুন । কি মর্মান্তিক দৃশ্য ! সদ্যোজাত শিশুগুলোর কি করুন দশা ! আমরা এরকম পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে প্রায় মানিয়ে নিতে শিখে নিয়েছি । আমরা দুঃখ পাচ্ছি, এসব নিয়ে রাজনীতি করছি, খবরের কাগজের বিক্রি বাড়ছে, টিভি চ্যানেলের টি,আর,পি, বাড়ছে হই হই করে, রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ করছি । আমরা আদৌ বিষ্মিত হচ্ছি না । কারন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার আন্তরিক প্রয়াসে রাজনৈতিক মুনাফা মেলে না । এই কারনেই সমস্যা সমাধানের দাবি ওঠে মিটিং-মিছিলে - বাস্তবে বরং সমস্যা জিইয়ে রাখারই চেষ্টা চলে । আমাদের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি - সভ্যতার কফিনের ওপর চলছে রাজনীতির জীবন্ত উদ্দিপনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?