তুমি ভালো আছো তো ?
যখন নিবিষ্ট হয়ে তোমার দিকে চেয়ে থাকি
আমার কথা জরিয়ে যায় ।
অগনিত নক্ষত্র, ছায়াপথ, মহাকাশ, নিসর্গ
এবং অস্তিত্ব অবলোকন করি
গভীর মনঃসংযোগে ।
মনে জাগে সত্যিকারের একটা উদ্বেগ,
- শিউরে উঠি এক শঙ্কায়
‘তুমি কি আমার কাছে আছো ?’
তার চেয়েও বড় প্রশ্ন জাগে,
‘তুমি ভালো আছো তো ?’
অ.না.ক. ২৮/১২/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন