রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

তুমি ভালো আছো তো ?



তুমি ভালো আছো তো ?
যখন নিবিষ্ট হয়ে তোমার দিকে চেয়ে থাকি
আমার কথা জরিয়ে যায়
অগনিত নক্ষত্র, ছায়াপথ, মহাকাশ, নিসর্গ
এবং অস্তিত্ব অবলোকন করি
গভীর মনঃসংযোগে
মনে জাগে সত্যিকারের একটা উদ্বেগ,
-  শিউরে উঠি এক শঙ্কায়
তুমি কি আমার কাছে আছো ?
তার চেয়েও বড় প্রশ্ন জাগে,  
তুমি ভালো আছো তো ?
                     অ.না.ক. ২৮/১২/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?