রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

ভুল, পেন্সিল ও কলম

আগে ভুল শোধরানোর অনেক সুযোগ ও সময় ছিল । এখন ভুল করলে আর শোধরানোর সম্ভাবনা নেই - বরং ভুলগুলো আরও বিকৃত হয়ে দেখা দেয় । যেমন কলমের কালি দিয়ে কোনও ভুল লেখা সংশোধন করতে গিয়ে ইরেজার, হোয়াইট ইংক এসব ব্যবহার করতে হয় এবং যথারীতি পাতা ছিঁড়ে, ওভার-রাইটিং হয়ে ভুলটা আরও স্পষ্ট হয়ে ধরা পড়ে । পেন্সিল ব্যবহার করলে অনায়াসে ভুল শোধরানো যায় । আসলে পেন্সিল ছেড়ে যেদিন থেকে কলম ব্যবহার করতে শুরু করেছি সেইদিন থেকেই বন্ধ হয়ে গেছে ভুল শোধরানোর সব রাস্তা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?