শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
পেল না সে প্রতিভার দামটা
মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
ভোটের ছড়া
ভোটের ছড়া - অ. না.ক. ২৬/০৩/২০১৯
ভোট এসেছে জোট বেঁধেছে
যতরকম মিথ্যে আছে সব,
প্রতিশ্রুতির বন্যা আনার
এ যেন এক মহোৎসব।
এখন ভোট চাইতে প্রার্থী হাজির
তোমার-আমার ঘরে বারংবার
পরে তারই পায়ে তেল মাখাতে
জনগণের পাত্র হবে উজার।
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
কথার মালা ভাল্লাগে না আর ,
ঢের শুনেছি মিথ্যে প্রতিশ্রুতি
শুনতে শুনতে জীবন জেরবার।
ভোটটা দেব আমার মতে
কাজ করাটাই আসলে যার ধর্ম,
সুতরাং কাজ হবে না যতই পড়
প্রতিশ্রুতির অলিক অচল বর্ম।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে
সাতটি দশক হয়েছে পার,
প্রতিশ্রুতির ঝড়ঝাপটায়
এগিয়েছে সে কতটুকু আর ?
ভোট এসেছে জোট বেঁধেছে
যতরকম মিথ্যে আছে সব,
প্রতিশ্রুতির বন্যা আনার
এ যেন এক মহোৎসব।
এখন ভোট চাইতে প্রার্থী হাজির
তোমার-আমার ঘরে বারংবার
পরে তারই পায়ে তেল মাখাতে
জনগণের পাত্র হবে উজার।
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা
কথার মালা ভাল্লাগে না আর ,
ঢের শুনেছি মিথ্যে প্রতিশ্রুতি
শুনতে শুনতে জীবন জেরবার।
ভোটটা দেব আমার মতে
কাজ করাটাই আসলে যার ধর্ম,
সুতরাং কাজ হবে না যতই পড়
প্রতিশ্রুতির অলিক অচল বর্ম।
ভারতবর্ষ স্বাধীন হয়েছে
সাতটি দশক হয়েছে পার,
প্রতিশ্রুতির ঝড়ঝাপটায়
এগিয়েছে সে কতটুকু আর ?
শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
বুধবার, ৬ মার্চ, ২০১৯
আমরা দু'জন শাজাহান-মমতাজঃ অ.না.ক.
আমরা দু'জন মহার্ঘ্য ফ্ল্যাটে সাজাহান মমতাজ
যে মাঠে আমরা প্রেমে মজতাম
প্রোমোটর তার বুঝেছিল দাম
সেখানেই ওঠা বহুতলে আমরা বাসিন্দা আজ ।
যে মাঠে আমরা প্রেমে মজতাম
প্রোমোটর তার বুঝেছিল দাম
সেখানেই ওঠা বহুতলে আমরা বাসিন্দা আজ ।
শুক্রবার, ১ মার্চ, ২০১৯
বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
গুজব
গুজবঃ অমরনাথ কর্মকার ১৩/০২/২০১৯
গুজব কেবল গুজবই,
সত্যিকারের তো আর নয়
তবে কেন দিচ্ছ কান ?
অকারনে শুধু পাচ্ছ ভয় ?
কিছু মানুষ এই সমাজে
তিলকে বানায় তাল,
শূন্য মাথার এসব মানুষ
ক্ষতিকর চিরকাল।
গুজবে ভয় না পেয়ে
বরং বের কর খুঁজে
ছড়াচ্ছে গুজব যারা
থেকো না মুখ বুজে।
গুজব কেবল গুজবই,
সত্যিকারের তো আর নয়
তবে কেন দিচ্ছ কান ?
অকারনে শুধু পাচ্ছ ভয় ?
কিছু মানুষ এই সমাজে
তিলকে বানায় তাল,
শূন্য মাথার এসব মানুষ
ক্ষতিকর চিরকাল।
গুজবে ভয় না পেয়ে
বরং বের কর খুঁজে
ছড়াচ্ছে গুজব যারা
থেকো না মুখ বুজে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।