মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

'আমি আছি অথবা নেই' কবিতার জন্য প্রাপ্ত সম্মাননা


 

আমি আছি অথবা নেই

 

আমি আছি অথবা নেই

                  অমরনাথ কর্মকার ১৮/০৭/২০২৩

 

তুমি কি ভেবেছ আমি নেই ?

আমিতো আছি  চোখের সামনেই।

তুমি কি আমাকে পাওনি খুঁজে ?

নির্ঘাত তুমি ছিলে চোখ বুঁজে।

চোখ বুঁজে লোকে ঈশ্বর খোঁজে

আমি ঈশ্বর নই সকলেই বোঝে।

আমি থেকেও নেই, না থেকেও আছি,

অস্তিত্ব আমাকে নিয়ে খেলে কানামাছি।

হয়ত আমি দৃশ্যত আছি, বাস্তবে নেই

কিংবা বাস্তবে থেকেও আছি চোখের আড়ালেই।

শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

কবিতাঃ এখানে আমি নেই


এখানে আমি নেই
অমরনাথ কর্মকার

 
আমার কবরের পাশে দাঁড়িয়ে কোরোনা অশ্রুপাত,
এখানে আমি আর থাকিনা, ঘুমাইনা দিন রাত ।
আমি দিক-বিদিকের হাজার ছন্দে বাতাস বহমান,
বরফ চুড়ায় চকচক করা হীরকের দ্যুতি অম্লান ।
আমি পাকা ফসলের মাথার ওপরে সূর্যের হাসি,
আমি ভরা বর্ষার মেঘ থেকে ঝরা বৃষ্টি রাশি ।
ভোরবেলা তোমরা যখন আমার ভাঙাও ঘুম,
তখন পড়ে যায় আমার নানান কাজের ধুম ।
আমি শান্ত ডানায় ধীর উড়ানের ছোট্ট পাখি,
রাতের তারায় নরম আলোর উজ্জ্বলতা আঁকি ।
আমার কবরের পাশে দাঁড়িয়ে ফেলনা দীর্ঘশ্বাস,
এখানে আমি নেই, আমাকে মৃত্যুও করেনি গ্রাস ।

বুধবার, ১২ জুলাই, ২০২৩

যন্ত্রণার কান্না ১২/০৭/২০২৩

 পাপড়ি নিজেই ঝরে যায়

ডালগুলো ক্রমশ শুকায়,

দমবন্ধ করা যন্ত্রণার কান্নার

প্রতিধ্বনি শোনা যায় বারংবার।

বার্ধক্যে

 বার্ধক্যে: অমরনাথ কর্মকার ১২/০৭/২০২৩


যৌবনে অনেক যত্নে লালিত বনসাঁই

আজ বাউবাব হয়ে দাঁড়িয়ে আছে ঠাঁই,

যৌবনে যে ডাল কেটেছিলে আশা নিয়ে

আজ বার্ধক্য কাটে তাতেই ভর দিয়ে।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?