বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
সর্বনাশ
আমরা দেখছি সর্বনাশঃ অ.না.ক. ১০/০৯/'১৮
একটা দুটো ব্রিজ ভাঙলেই
আমরা দেখছি সর্বনাশ,
অথচ প্রতিদিনই মাথার ওপর
পড়ছে ভেঙে আকাশ।
একটা দুটো ব্রিজ ভাঙলেই
আমরা দেখছি সর্বনাশ,
অথচ প্রতিদিনই মাথার ওপর
পড়ছে ভেঙে আকাশ।
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
হৃদয়ের কোমলতা
হৃদয়ের কোমলতা
যখন আমার হৃদয়ের কোমলতা
মানসিক প্রখরতাকে ভেদ করে
তখন আমি পৌঁছে যায় আত্মার
শান্তির কাছাকাছি।
বস্তবতা
বাস্তবতাঃ অ.না.ক. ০৬/০৯/২০১৮
বাস্তবতা বড্ড আবছা অন্ধকার
তবু আমি দেখি এতে আলোর বাহার।
বাস্তবতা বড্ড নেতিবাচক ও মন্দ
তবু আমি পাই এতে ভালত্বের গন্ধ ।
বাস্তবতা ভরা প্রতারণা আর প্রবঞ্চনায়
তবু আমি দেখি একে সম্পৃক্ত সততায়।
বাস্তবতা বড্ড কুৎসিত ও কদাকার
এরই মাঝে সৌন্দর্য মিলেমিশে একাকার।
বাস্তবতা হয়ত পাল্টাবে ক্রমশ সময় গেলে
এসো বাস্তবতা দেখি সমবেত দৃষ্টি মেলে।
বাস্তবতাঃ অ.না.ক. ০৬/০৯/২০১৮
বাস্তবতা বড্ড আবছা অন্ধকার
তবু আমি দেখি এতে আলোর বাহার।
বাস্তবতা বড্ড নেতিবাচক ও মন্দ
তবু আমি পাই এতে ভালত্বের গন্ধ ।
বাস্তবতা ভরা প্রতারণা আর প্রবঞ্চনায়
তবু আমি দেখি একে সম্পৃক্ত সততায়।
বাস্তবতা বড্ড কুৎসিত ও কদাকার
এরই মাঝে সৌন্দর্য মিলেমিশে একাকার।
বাস্তবতা হয়ত পাল্টাবে ক্রমশ সময় গেলে
এসো বাস্তবতা দেখি সমবেত দৃষ্টি মেলে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।