মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

একদিন কবি হয়ে যাব



একদিন কবি হয়ে যাবঃ অ.না.. ১১/১১/’১৫

 
দেখে নিও একদিন আমি সত্যিকারের  
কবি হয়ে যাব
তখন কবিতার ভাবনাগুলোর
অস্তিত্বে ধরবে ঘুন
আজ যে কবিতাগুলো তোমাকে
শোনানোর জন্য ব্যাকুল আমি,
আমার কবি হয়ে ওঠার আগেই
সেগুলো হয়ত ছাপা হয়ে যাবে

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

KOLKATA TUI BURO KHOKA



কাঙ্ক্ষিত জীবনের খোঁজ



কাঙ্ক্ষিত জীবনের খোঁজঃ ২৫/১০/১৫


আমাদের কপালে দৈনিক
বন্দুক ধরে থাকে সৈনিক ।  
মৃত্যু-ভয় করে তাড়া  
আত্মারাম খাঁচা ছাড়া ।
জানি বন্দুকে নেই গুলি
তবু কেন দু’হাত তুলি ?  
তবু কেন বৃথাই করি খোঁজ
কাঙ্ক্ষিত জীবন রোজ রোজ ?

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

ঊমার অসুর নিধন



ঊমার অসুর নিধনঃ .না.. ২৩/১০/১৫    



শিব রয়েছেন অনলাইনে
ল্যাপটপটা সামনে নিয়ে,
নজর রাখছেন রাত্রি দিনে
ঊমা করছেটা কি মর্ত্যে গিয়ে ?
হোয়াটসঅ্যাপে দেয় কার্ত্তিক
সারাদিনের আপডেট,  
‘বাবা, অবস্থাটা খুব প্যাথিটিক,
এখানে বড্ড স্লো নেট’।
দুঃখ ক’রে গণেশ পাঠায়
একটা লম্বা এস এম এস,
‘বাবা, এখানে কেউ মানুষ নাই,   
নেতারাই সব করল শেষ’ ।
এসব দেখে অগ্নিশর্মা হর
ফোনে ধরেন পার্বতীকে,   
‘এক্ষুনি সব অসুর নিধন কর  
বাদ রাখ শুধু মানুষ ক’টিকে’।  
ঠক বাছতে গাঁ উজার
দেবী পড়েন মহা মুশকিলে
মানুষ বাছতে দিন গুনজার
এদিকে শিবের ভয়ে চমকায় পিলে ।
এমন সময় মর্ত্য থেকে কৈলাসে
শিবের কাছে ফোন কল,  
‘জনগণ আছে আমাদের পাশে,
বাড়াবাড়িতে হবে না ভালো ফল’।
তড়িঘড়ি আপডেট দেয় ফেসবুকে
মহাদেব হয়ে থরহরি কম্পমান,  
‘তীর মেরো না অসুরের বুকে 
অন্তরদ্বন্দ্বই ওদের মৃত্যুর ফরমান’ । 

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

বিজয়া দশমী চাইনা



বিজয়া দশমী চাইনাঃ .না.. বিজয়া দশমী ২২/১০/১৫
মর্তে এসে মাগো তুমি করলে নিধন অসুর
কিন্তু সত্যি তুমি করেছ কি মৃত্যু নিশ্চিত তার ?  
তুমি ‘অভয়া’ তবুও ভয়ে ভয়ে থাকি সব্বাই  
তুমি কৈলাসে গেলেই ওরা বেঁচে ওঠে আবার !
তুমি প্রতি বছর আসো আর যাও নিয়মিত, 
‘অসুরদলনী’ তুমি পূজিত কত খ্যাতি নিয়ে,   
কিন্তু তবু দিনে দিনে বাড়ছে অসুর সংখ্যা  
এভাবে চললে ‘নির্ভয়া’ বাড়বেই পাল্লা দিয়ে ।     
মাগো তুমি চিরটাকাল এখানেই থেকে যাও,   
বরং তোমার ভোলা মহেশ্বরকে আন ডেকে,  
যদি তিনি করতে পারেন সব অসুর নাশ !  
‘বিজয়া দশমী’ তাই আর চাইনা মন থেকে ।  

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?