একদিন কবি হয়ে যাবঃ অ.না.ক. ১১/১১/’১৫
দেখে নিও একদিন আমি সত্যিকারের
কবি হয়ে যাব ।
তখন কবিতার ভাবনাগুলোর
অস্তিত্বে ধরবে ঘুন ।
আজ যে কবিতাগুলো তোমাকে
শোনানোর জন্য ব্যাকুল আমি,
আমার কবি হয়ে ওঠার আগেই
সেগুলো হয়ত ছাপা হয়ে যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন