কাঙ্ক্ষিত জীবনের খোঁজঃ ২৫/১০/১৫
আমাদের কপালে দৈনিক
বন্দুক ধরে থাকে সৈনিক ।
মৃত্যু-ভয় করে তাড়া
আত্মারাম খাঁচা ছাড়া ।
জানি বন্দুকে নেই গুলি
তবু কেন দু’হাত তুলি ?
তবু কেন বৃথাই করি খোঁজ
কাঙ্ক্ষিত জীবন রোজ রোজ ?