সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

বৈশাখে বিরহের ব্যথা



বৈশাখে বিরহের ব্যথা : . না. .   ২৯/০৪/২০১৪

আজ আমার মনে বড্ড বিরহের ভার  
মনে ঝড় তোলা এহেন বাতাসে
ভিন দেশী সাদা সাদা মেঘ উড়ে আসে
আসবে আসবে করেও দেখানেই তার 

সবুজের  সমারোহে বণ উদাসীন
ডগমগ সে তার বিচিত্র রঙিন সুখে
আনন্দের স্পষ্ট প্রকাশ থাক তোমার মুখে
আজ আমার নিতান্তই বিরহের দিন

জেগে ওঠ শাখায় শাখায় ডালে ডালে
পল্লবিত কর নিজেকে সবুজ কিশলয়ে
যে তোমার মনে দু: আনবে বয়ে 
বাঁধবে কি  তাকে তোমার হৃদয়ের জালে ?

এমন বৈশাখ মাস বৃষ্টি নামে না
পুড়ে যাচ্ছে মাথা, পুড়ছে অঙ্গ গুলো
উড়ছে ধুলো, অন্ধ করা  ধুলো
বুকে বিরহের ব্যথা থামে না

বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

নববর্ষের অফুরান প্রীতি ও শুভেচ্ছা



নতুন জুতোয় ফোস্কা পায়ে
নতুন জামায় দারুন গন্ধ,
নতুন মানেই নতুন কিছু
কে জানে তা ভালো না মন্দ

তবুও নিয়ম মত বাংলা নববর্ষের অফুরান প্রীতি শুভেচ্ছা সকলকে.না.. বৈশাখ, ১৪২১

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪



ক্রমাগত দরজায় কর করাঘাত
ভেতরে আনন্দ আছে নির্ঘাত
ঘটনাচক্রে যদি কোথাও ছিদ্র থেকে থাকে
দেখতে পাবে ভেতরের আসল মানুষটাকে

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৪

ভালবাসার দিনের কবিতা



ভ্যালেন্টাইন ডে’র কবিতা : অ.না.ক. ১৪/০২/২০১৪

আজ ভালোবাসার বন্যা দিকে দিকে
ভালোবাসার রোদ্দুরে উজ্জ্বল, একটুও নয় ফিকে
দশটা-পাঁচটার ডিউটি করা মেয়েটা
জীবনের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে রোজ
সামান্য রোজগারে সংসার চালাতে
কলকাতায় কাজে যায় ম্লান মুখে
লিপস্টিকহীন শুকনো ঠোঁটে,
আজ সেও সেজেছে তার সর্বস্ব দিয়ে
ট্রেনের সহযাত্রী সেই ছেলেটা কী
একবারও তাকাবে না তার দিকে ?
কিংবা সেই ছেলেটা
মালিকের অশ্রাব্য গালিগালাজের ভয়,
একদিনের বেতন কাটার কঠিন যন্ত্রণা
উপেক্ষা করেও ভালোবাসার জন্য সময় দিতে ব্যস্ত,
নইলে সম্পর্কটা টিকিয়ে রাখা বড্ড দুরুহ ।

রাস্তায় বন্ধুরা ধরল চাঁদার জন্য
ভালোবাসার দিনে একটু খাওয়া-দাওয়া হবে বলে ।
পকেট হাতরে টাকাটা দিতে যাব এমন সময়
পাশ থেকে ভেসে এল বহুশ্রুত বাক্য
-     ‘ ভালোবাসার কি মূল্য হয় ?’
চোখটার মধ্যে হঠাৎই কেমন যেন অস্বস্তি হল
ভালোবাসার প্রকাশটা মাঝে মাঝে কেমন যেন বিভ্রান্তিকর ।

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?