ভ্যালেন্টাইন
ডে’র কবিতা : অ.না.ক. ১৪/০২/২০১৪
আজ ভালোবাসার বন্যা দিকে দিকে
ভালোবাসার রোদ্দুরে উজ্জ্বল, একটুও নয় ফিকে ।
দশটা-পাঁচটার ডিউটি করা মেয়েটা
জীবনের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে রোজ
সামান্য রোজগারে সংসার চালাতে
কলকাতায় কাজে
যায় ম্লান মুখে
লিপস্টিকহীন শুকনো
ঠোঁটে,
আজ সেও সেজেছে
তার সর্বস্ব দিয়ে
ট্রেনের
সহযাত্রী সেই ছেলেটা কী
একবারও তাকাবে
না তার দিকে ?
কিংবা সেই
ছেলেটা
মালিকের
অশ্রাব্য গালিগালাজের ভয়,
একদিনের বেতন
কাটার কঠিন যন্ত্রণা
উপেক্ষা করেও
ভালোবাসার জন্য সময় দিতে ব্যস্ত,
নইলে সম্পর্কটা
টিকিয়ে রাখা বড্ড দুরুহ ।
রাস্তায়
বন্ধুরা ধরল চাঁদার জন্য
ভালোবাসার দিনে
একটু খাওয়া-দাওয়া হবে বলে ।
পকেট হাতরে
টাকাটা দিতে যাব এমন সময়
পাশ থেকে ভেসে
এল বহুশ্রুত বাক্য
- ‘ ভালোবাসার কি মূল্য হয় ?’
চোখটার মধ্যে
হঠাৎই কেমন যেন অস্বস্তি হল
ভালোবাসার প্রকাশটা
মাঝে মাঝে কেমন যেন বিভ্রান্তিকর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন