সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

বৈশাখে বিরহের ব্যথা



বৈশাখে বিরহের ব্যথা : . না. .   ২৯/০৪/২০১৪

আজ আমার মনে বড্ড বিরহের ভার  
মনে ঝড় তোলা এহেন বাতাসে
ভিন দেশী সাদা সাদা মেঘ উড়ে আসে
আসবে আসবে করেও দেখানেই তার 

সবুজের  সমারোহে বণ উদাসীন
ডগমগ সে তার বিচিত্র রঙিন সুখে
আনন্দের স্পষ্ট প্রকাশ থাক তোমার মুখে
আজ আমার নিতান্তই বিরহের দিন

জেগে ওঠ শাখায় শাখায় ডালে ডালে
পল্লবিত কর নিজেকে সবুজ কিশলয়ে
যে তোমার মনে দু: আনবে বয়ে 
বাঁধবে কি  তাকে তোমার হৃদয়ের জালে ?

এমন বৈশাখ মাস বৃষ্টি নামে না
পুড়ে যাচ্ছে মাথা, পুড়ছে অঙ্গ গুলো
উড়ছে ধুলো, অন্ধ করা  ধুলো
বুকে বিরহের ব্যথা থামে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?