শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কবিতায় করোলা

 

   করোলা

        অমরনাথ কর্মকার ১০/০৯/২০২৩

 

পালঙের চেয়ে অনেক বেশি 

ক্যালসিয়াম আছে করোলায়

কলার প্রায় দ্বিগুন পটাসিয়াম

অনায়াসে পেয়ে যাবে ভাই।

ভিটামিন এ, ভিটামিন সি

আর লোহাও নেই কম

যথেষ্ট ফাইবারে ভরা

করোলা বহু রোগের যম।

রক্তের চিনি কমাতে পটু

অমূল্য এই ভেষজ তাই

নিজগুনে বাজারে বিকোয়

প্রবল জনপ্রিয়তায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মুখ চাপা সত্য

 মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু  নাকি সত্যের চির সমাধি?  নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?