আতঙ্কের ওমিক্রন -অ.না.ক.২৮/১১/'২১
"ওমিক্রন"গ্রীক বর্নমালার পঞ্চদশ অক্ষর। অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জের ১৫ নম্বর নক্ষত্রের নামও "ওমিক্রন"। অনেকবার মিউটেশনের পর এই নতুন স্ট্রেইন টি আবির্ভূত হয়েছে, যা খুবই ভয়ংকর হবার সম্ভাবনা রয়েছে। "ডেল্টা"র থেকেও এটি অনেক বেশি মারাত্মক ব'লে বিজ্ঞানীদের ধারণা। প্রচলিত ভ্যাক্সিনেও একে নিয়ন্ত্রণ করা নাকি দুঃসাধ্য। ইতিমধ্যে দক্ষিন আফ্রিকা ছাড়াও বেলজিয়াম, জার্মানী, ইতালি, হংকং এর মত আরোও কয়েকটি দেশে এই স্ট্রেইনটির অস্তিত্ব মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে VOC(Variant of Concern) হিসাবে চিহ্নিত করেছে। "ওমিক্রন" স্ট্রেইন টিকে " বি.১.১.৫২৯ নামে অভিহিত করা হয়েছে। ইতিমধ্যে CDC(Centre for Disease Control), USA আফ্রিকান ৮ টি দেশে ভ্রমন নিষেধাজ্ঞা জারী করেছে। দেশগুলো হচ্ছে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, মোজাম্বিক, মালাবি, লেসোথো, এসোয়াতিনি এবং বতসোয়ানা। সুতরাং সতর্কতা অবলম্বন জরুরী। ছোটবেলায় মহা প্রলয়ের কথা শুনে খুব ভয় পেতাম। সেগুলো ছিল ধর্মীয় ভবিষ্যবাণী। বড় হয়ে চোখের সামনে অনেক প্রাকৃতিক বিপর্যয় প্রত্যক্ষ করেছি। বিপর্যয়ের সময় ছোটবেলায় সরল্যে বিশ্বাস করা মহাপ্রলয়ের বাস্তবতাকে প্রায় ছুঁয়ে ফেলার উপক্রম হ'ত। করোনা ভাইরাসের ক্রমাগত আগ্রাসি ভূমিকা ক্রমশ যেন সেই ধর্মীয় মহাপ্রলয় নামক ভবিষ্যদ্বাণীকে বাস্তবতা দান করতে চলেছে। ঈশ্বরে বিশ্বাস থাক বা না থাক বেঁচে থাকাটা সবার কাছে জরুরী। সুতরাং এই মহাপ্রলয়ের হাত থেকে বাঁচতে নিজেদের সাবধান হতেই হবে। আমাদের সামনে এখন শুধুই অস্তিত্বের সংগ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন