শনিবার, ১৯ জুন, ২০২১
ও মন্ত্রী মশাই আমরা মুক্তি চাই
ও মন্ত্রীমশাই
আমাদের শেখার দরজা বন্ধ রেখেছ তাই
খাওয়া ঘুম খেলাতেই কাটে পুরো দিনটাই।
এখন জ্ঞানের উৎস পাশে নিয়ে আর হয় না বসা
কাটছে তাদের আলমারীতে বন্দী জীবন দশা।
এমন জীবন চাই না আমরা, মুক্তি চাই।
ও মন্ত্রীমশাই...
মুখোশে ঢাকা পৃথিবীটা বড্ড বিশ্রী দেখতে লাগে
খোলা হাওয়ায় মুক্তির স্বাদ নিতে ইচ্ছে জাগে
দূরত্ব আজ দেয়াল তুলেছে বন্ধুতার মাঝখানে
মনে হয় সে দেয়াল ভেঙে দিই একটি হ্যাচকা টানে।
মনে হয় এই ছোট হাতে পৃথিবীটা পাল্টাই।
ও মন্ত্রীমশাই...
নিয়ম মেনে খুলছে দোকান, চলছে গাড়ি, চলছে কর্মশালা
আমরাই শুধু বন্দী খাঁচায়, স্কুলের গেটে ঝুলছে তালা।
করোনার সাথে যুদ্ধ জিততে আমরাও আছি পাশে
ছোট্ট আমরা তবুও কিন্তু ভয় পাইনা করোনার ত্রাসে।
ফিরিয়ে দাও সত্যিকারের শৈশব
অনুরোধ একটাই।
ও মন্ত্রীমশাই...
--- অমরনাথ কর্মকার ০৭/০৬/২০২১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
মুখ চাপা সত্য
মুখ চাপা সত্য শেষ দিয়ে সত্যের শুরু নাকি সত্যের চির সমাধি? নাকি মুখ চাপা সত্যের গোঙানি স্পষ্ট বাক্যে শোনা যাবে একদিন?
-
এক লাইনের কাব্যঃ অ.না.ক. ২১/০৩/২০১৭ এক লাইনেও কাব্য হয় দু'লাইনে ছন্দময় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন